ভুট্টাক্ষেতে গরু যাওয়া নিয়ে দ্বন্দ্বে কিশোরকে পিটিয়ে হত্যা

hello ishwardi

ভুট্টাক্ষেতে গরু যাওয়া নিয়ে দ্বন্দ্বে পাবনার আমিনপুরে মো. আশিক মন্ডল (১৭) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাতে আমিনপুর থানার সাগরকান্দি ইউনিয়নের রামকান্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. আশিক মন্ডল রামকান্তপুর গ্রামের মো. হন্তেশ মন্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে প্রভাবশালী প্রতিবেশী আরোফ মৃধার ভট্টাক্ষেত যায় গরু। সেই গরু আশিকের মায়ের বলে তার মাকে বেধড়ক মারপিট করেন প্রতিবেশী। পরে সন্ধ্যায় বাড়ি ফিরে মাকে মারধরের বিষয়টি জানতে পেরে প্রতিবেশীদের কাছ যান এবং ভুল স্বীকার করে ক্ষমাও চান। এতেও ক্ষান্ত না হয়ে আশিককেও পিটিয়ে গুরুতর আহত করেন অভিযুক্ত প্রতিবেশী। পরে‌‌ আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কাশিনাথপুর এবং পরবর্তীতে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানেও অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১টার দিকে মারা যায় আশিক।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ