বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ঈশ্বরদীতে বর্ণাঢ্য র‍্যালী

hello ishwardi

 

স্টাফ রিপোর্টারঃ
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে পাবনার ঈশ্বরদীতে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১০ডিসেম্বর) সকালে বাংলাদেশ হিউম্যান রাইটস্ ফাউন্ডেশন ঈশ্বরদী উপজেলা শাখার আয়োজনে স্টেশন রোডস্থ কার্যালয় থেকে র‍্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঈশ্বরদী প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ বাংলাদেশ হিউম্যান রাইটস্ ফাউন্ডেশন ঈশ্বরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক সৈকত আহমেদ টোনা, সহ-সম্পাদক সরোয়ার মুনসুর খান আবির, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম ফেরদৌস, দপ্তর সম্পাদক পায়েল হোসেন রিন্টু।

এসময় উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ গোলাম মওলা খান তসলিম, প্রচার সম্পাদক নাজমুল হাসান, কার্যকরী সদস্য আমান উল্লাহ, তৌহিদ-উজ-জামান, ইফতেখার মাহমুদ, শরিফুল ইসলাম, উম্মে হাবিবা শিউলী, মতিন খান, রিজেন প্রমুখ।

বক্তারা বলেন, মানুষের বিবেক জাগ্রত করতে হবে। বিবেক জাগ্রত না হওয়ায় দুর্নীতি, বেকারত্ব, মানবাধিকার লঙ্ঘন এবং নারী-শিশু নির্যাতন বেড়েছে। কোনো সভ্য মানুষ মানবাধিকারকে উপেক্ষা করতে পারে না।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ