নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের দেশ ধ্বংস ও নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিরুদ্ধে ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল

hello ishwardi

 

স্টাফ রিপোর্টারঃ
কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সন্ত্রাসীদের দেশ ধ্বংস ও নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে পাবনার ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর তিন বটতলা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাহাপুর জিগাতলা মোড়ে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঈশ্বরদী উপজেলা শাখার আহ্বায়ক সুলতান আলী বিশ্বাস টনি।

সুলতান আলী বিশ্বাস টনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র করছে, তার তীব্র নিন্দা ও দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য যুবদল সর্বসময় প্রস্তুত। শহীদ শরিফ ওসমান হাদীর হত্যাকারীকে দ্রুত ভারত থেকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবিও জানান ।

তিনি আরও বলেন. আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান হাবিবুর রহমান হাবিব ভাইকে ধানের শীষ প্রতীক দিয়েছেন। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে কোনো গ্রুপিং নেই, কোনো দ্বন্দ্ব নেই, কোন প্রতিবন্ধকতা নেই। আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীককে বিজয়ী করবো।

পাকশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেকেন্দার আলী সেকেন মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য রাখেন, বিএনপি নেতা হাফিজুর রহমান ভোলা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামাল আক্তারুজ্জামান,পাকশী ইউনিয়ন কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর আলম শাহীন, এডওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান পাশা, খালেদ বিন ওমর ফারুক, ছাত্রদল নেতা তুহিন, ছাত্রনেতা হিটলুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় পাকশী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ